দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত পুলিশ! মুর্শিদাবাদের ডোমকলে জুয়ার আসর ভাঙতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন এক পুলিশকর্মী (Police attacked by villagers in Domkal)। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, মারধরও করেন তাঁরা। পুলিশকর্মীর কোনও কথাই শোনেননি কেউ। কী কারণে এত ক্ষোভ জমল স্থানীয় গ্রামবাসীদের মধ্যে?
জানা গেছে, ঘটনাটি নওদা থানা এলাকার। নদীর ধারে জুয়ার আসর বসেছে, এই খবর পেয়ে বুধবার দুপুরে হানা দেয় পুলিশের একটি দল। তাঁদের আসতে দেখে আসরে থাকা যুবকরা এদিক ওদিক ছুটতে শুরু করেন। পুলিশরাও তাঁদের ধরতে পিছু নেয়। এরইমধ্যে তাড়া খেয়ে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
#REL