দ্য ওয়াল ব্যুরো: জলমগ্ন কলকাতা (waterlogging in Kolkata) নিয়ে ফের ধোঁয়াশা—এখনও বহু এলাকা জলমগ্ন! এই পরিস্থিতি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাস এবং তাঁরই প্রশাসনের মেয়র পরিষদ সদস্য তারক সিং-এর বক্তব্যে মিলল ভিন্ন সুর (Mayor, Council's different tone) ঘিরে ধন্দে শহরের বাসিন্দারা (Citizens confused)!
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল, অতিবর্ষণের পর রাত দশটার মধ্যে জল সরে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন খোদ মেয়র। কিন্তু বুধবার সকালেও শহরের বহু এলাকায় জলমগ্ন চিত্র স্পষ্ট। প্রশ্ন উঠছে, তবে কি বাস্তবতা না বুঝেই ভরসার বাণী শুনিয়েছিলেন ফিরহাদ?
#REL