দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল, অতিভারী বৃষ্টি এবং জমা জলে (Kolkata waterlogging) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ১০ জনের মৃত্যুর ঘটনায় বড় প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh,)।
প্রশ্ন তুললেন—"১০ জনের মৃত্যুর পরও কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি CESC কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka)?"
#REL