দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (Chaitanyananda Saraswati) ওরফে পার্থ সারথির বিরুদ্ধে গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই তাঁর নামে মামলা দায়ের হয়েছে, এবার তাঁকে দেশ ছাড়তে বাধা দিতে জারি হল লুকআউট সার্কুলার (Lookout notice)। গত এক মাস ধরে চৈতন্যানন্দ পলাতক বলে জানা গেছে।
দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার অমিত গোয়েল জানান, অভিযুক্ত চৈতন্যানন্দকে গ্রেফতার করতে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে একাধিক পুলিশ দল।