দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই বাঙালির জীবনে উৎসব, আড্ডা আর ভুরিভোজ। পুজোর পাঁচটা দিন সব ভুলে আনন্দে মাতে বাঙালি। আর সেই আনন্দকে কীভাবে আরও বাড়িয়ে দেওয়া যায়, আনন্দের অংশ হয়ে স্মরণীয় করে রাখা যায় দিনগুলো, সেই কথা মাথায় রেখে বিশেষ পুজো অফার নিয়ে হাজির হয়েছে আইএইচসিএল হোটেল। শুধু হোটেলে থাকার অফার দিচ্ছে সংস্থা এমন নয়, সঙ্গে এই হোটেলের অধীনে থাকা প্রায় সমস্ত রেস্তরাঁয় থাকছে দুর্দান্ত সব ডিল। সঙ্গে পুজো পুজো ভাইব ও তেমনই পরিবেশে কয়েকটা দিন কাটানোর সুযোগ।
তাজ বেঙ্গল