দ্য ওয়াল ব্যুরো: ‘রাইজ অ্যান্ড ফল’-এর সাম্প্রতিক পর্বে নাচশিল্পী ধনশ্রী বর্মাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন সঞ্চালক আদিত্য নারায়ণ। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে আদিত্য জানতে চান, ‘‘কতদিন আগে এই বিচ্ছেদ হয়েছিল?’’ ধনশ্রীর সোজা জবাব, ‘‘প্রায় এক বছর আগে।’’
তখন অভিনেত্রী কুবরা সাইত মন্তব্য করেন, ‘‘খুব তাড়াতাড়ি তোমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।’’ জবাবে ধনশ্রী জানান, ‘‘আসলে আমরা দু’জনেই বিচ্ছেদ চেয়েছিলাম। তাই যখন মানুষ খোরপোশের কথা বলে, তখন সেটা সম্পূর্ণ ভুল।’’
#REL