দ্য ওয়াল ব্যুরো: শেষ ওভারে চার বল বাকি। দরকার মাত্র দু’রান। বল হাতে হ্যারিস রউফ এগিয়ে আসছেন। সামনে দাঁড়িয়ে এক তরুণ বাঁ-হাতি—তিলক বর্মা। গ্যালারি গর্জে উঠছে, ভারতীয় সমর্থকদের বুকভরা আশা।
সে আশা জলে যেতে দেননি তিলক। রউফের শর্ট পিচ বল দুরন্ত শট্র মাঠের বাইরে! এক লহমায় ফাইনালের উত্তেজনা মুছে গেল, ভারত চ্যাম্পিয়ন! খাতায়-কলমে তিলকের ওই ছক্কা ছিল প্রতীক্ষার ফুলস্টপ। কিন্তু আসল গল্প লেখা হয়েছিল তার অনেক আগেই।