দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (DurgaPuja2025) আগে যাত্রী চাপ সামলাতে বড় পদক্ষেপ নিল ইস্টার্ন রেলের শিয়ালদহ বিভাগ (Sealdah Station)। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের হয়রানি দূর করতে শিয়ালদহ, দমদম (Dumdum) ও কাঁচরাপাড়ায় (Kanchrapara) চালু হল একাধিক নতুন সুবিধা।
শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম ১–এ উদ্বোধন হল নতুন প্রবেশদ্বার ‘প্রফুল্ল দ্বার’ (Prafulla Dwar)। এর ফলে মূল গেট ও মেইন লাইন প্ল্যাটফর্মে চাপ কমবে। এছাড়া যাত্রীদের একাধিক সুবিধা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুবিধা