দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে সময় থাকতে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি (West Bengal BJP)। একের পর এক বৈঠক, রণকৌশল গঠনের তোড়জোড় চলছে জোর কদমে।
এই আবহেই বৃহস্পতিবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাতে (Bhupendra Yadav, central minister)। তাঁকে সহায়তা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘোষণার পরেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা।
#REL