স্বামী বিভাত্মানন্দ
সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন,
দিনাজপুর, বাংলাদেশ
অপেক্ষা আর কয়েক দিনের। তারপরেই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালি। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো ২০২৫। শাস্ত্রমতে দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ। তবে প্রতিবছর দেবীর আগমন ঘটে চার বিশেষ যানে চড়ে। দেবীর গমনও সেইভাবেই। বিশ্বাস, এর উপরই নির্ভর করে গোটা বছরটা কেমন যাবে সেই হিসাব।