দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার বিকেল থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অনেক প্যান্ডেল উদ্বোধনের আগেই সেখানে পৌঁছে গিয়েছেন দর্শনার্থীরা। পুজোর (DURGAPUJA 2025) দিনগুলিতে ছবিটা আরও বিশাল। শ্রীভূমি থেকে শুরু করে ত্রিধারা, চেতলা- শহরের নামী পুজোগুলি দর্শন করতে ঢল নেমেছে। এরফলে তৈরি হচ্ছে যানজটের সমস্যা।
সোমবার, সপ্তমীর (Maha Saptami) বিকেল থেকেই যানজট দেখা যায় এমজি রোডে। ধীর গতিতে এগোচ্ছে সব গাড়ি। দীর্ঘ সময় জ্যামে আটকে এগিয়ে যাওয়ার অপেক্ষা করতে হচ্ছে সকলকে।
#REL