দ্য ওয়াল ব্যুরো: জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুকাণ্ডে ভাইয়ের নাম জড়িয়েছে। তাই একের পর এক আরটিআই (RTI) আবেদন জমা পড়ছিল তাঁর বিরুদ্ধে। এতেই পদত্যাগ করলেন অসমের চিফ ইনফরমেশন কমিশনার (Assam Chief Information Commissioner) ভাস্কর জ্যোতি মহন্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে তিনি দায়িত্ব ছাড়েন, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘স্বার্থের সংঘাত’।
ভাস্কর মহন্ত অসম পুলিশের প্রাক্তন ডিজিপি। তাঁর ভাই শ্যামকণু মহন্তই ছিলেন সেই সঙ্গীত উৎসবের আয়োজক, যার মঞ্চে ওঠার আগের দিনই প্রয়াত হন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ।