দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে (Rain Forecast)। বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হল দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। শেষমেশ পূর্বাভাসই (Weather Forecast) মিলে গেল। এদিকে আজ রাতেই আরও একটি নতুন নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকাল থেকে রোদেলা আকাশ দেখা গেলেও দুপুরের পর থেকেই জেলায় জেলায় আকাশ মেঘলা হতে শুরু করে। বিকেল ৫টার পরই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়।