দ্য ওয়াল ব্যুরো: চাপানউতোর চলছিলই। শেষমেশ সরাসরি জোট চেয়ে বামফ্রন্টকে চিঠি পাঠালেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি। পাল্টা উদ্যোগেও পিছপা নয় আলিমুদ্দিন—চিঠি পাওয়ার পরই ফোন করে কথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
প্রাথমিক যোগাযোগ পাকা হলেও, আলোচনার পরবর্তী পর্ব ঠাঁই পাচ্ছে পুজোর পরে। কিন্তু ইতিমধ্যেই তরজা শুরু, কে কবে কার কথা শুনেছে বা শুনতে চায়নি তা নিয়েই।
#REL