শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'কালী নামে দাও রে বেড়া
ফসলে তছরূপ হবে না
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছেতে যম ঘেঁষে না
মন রে কৃষিকাজ জানো না।'
অরিজিং সিংএর কণ্ঠে এই গান নতুন প্রজন্মের কাছে রীতিমতো ভাইরাল এ যুগে। তবে এই গান বহু আগেই শ্যামাসঙ্গীত লেজেন্ড পান্নালাল ভট্টাচার্য ও ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে কালজয়ী। এই গানের আসল স্রষ্টা হলেন কালীসাধক রামপ্রসাদ সেন। সাধক কবির নামেই রামপ্রসাদী গানের জন্ম।