দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রে (Astrology) একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে উঠে এসে কড়া নজর কাড়ছে। এই মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে — বিশেষত শুক্র ও বুধের আন্দোলন নজরুলভ। জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহাচাল ধনু ও সিংহ রাশির অনেকের ভাগ্যে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে। অর্থ, ক্যারিয়ার, সম্পর্ক—জীবনের নানা ক্ষেত্রে নতুন মোড় বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে।
শুক্র ও বুধের চলাচল কী বলছে?