দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ভিড় সামলাতে (DURGAPUJA 2025) এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো (Kolkata Metro)। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩০২১টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এ বছর আরও ৬৫১টি বেশি মেট্রো চালানো হচ্ছে।
প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পল ও ইয়েলো লাইন, এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— শহরের প্রায় সব প্রান্তেই মেট্রোয় যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।