দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৃহস্পতিবার এক নতুন বাণিজ্যিক পদক্ষেপ (Trade policy) ঘোষণা করলেন। তাতে রীতিমতো চিন্তায় পড়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি (pharmaceuticals)। ট্রাম্প জানিয়েছেন, ১ অক্টোবর থেকে আমেরিকায় আমদানিকৃত বেশ কয়েকটি পণ্যের ওপর বিশাল অঙ্কের কর ((US import taxes) বসানো হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে ওষুধে।
ট্রাম্পের কথায়, “যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমেরিকায় কারখানা না গড়ে, তাহলে আমি তাদের ওপর ১০০% আমদানি কর বসাচ্ছি। কাজ শুরু করতে হবে, নির্মাণাধীন থাকতে হবে। নইলে কোনও ছাড় নেই।”
#REL