দ্য ওয়াল ব্যুরো: পেনশনপ্রাপকদের (Pension) জন্য বড়সড় ঘোষণা করল পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ। নিয়মিত পেনশন পেতে হলে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৫-এর মধ্যে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC)। এই নির্দেশ (Big instructions) ইতিমধ্যেই দেশের প্রায় ২ হাজার জেলা ও মহকুমা সদর দফতরে পৌঁছে গিয়েছে।
যাঁদের বয়স ৮০ বছরের বেশি, তাঁরা সুবিধা পাবেন আগেই, ১ অক্টোবর থেকেই জমা দিতে পারবেন তাঁদের জীবন প্রমাণপত্র। তবে বাকিদের জন্য সময়সীমা এক মাস, নভেম্বর মাসের মধ্যেই জমা না দিলে পেনশন আটকে যেতে পারে, জানাচ্ছে সংশ্লিষ্ট দফতর।
#REL