দ্য ওয়াল ব্যুরো: এইডস (AIDS) কি তবে শেষের পথে! অন্তত তাই বলছে ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial)। এইডসের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী অগ্রগতি দেখছে গবেষণা মহল। অবশেষে এই মারণরোগের বিরুদ্ধে এক প্রতিষেধক বাজারে আসতে চলেছে, যা কার্যত এইচআইভি মহামারীর অবসান (HIV Cure) ঘটাতে পারে।
লেনাকাপাভির (Lenacapavir) নামে নতুন এই ইনজেকশনভিত্তিক ওষুধ (injection based drug) ২০২৭ সাল থেকেই বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
লেনাকাপাভির কী?