শুভেন্দু ঘোষ
চতুর্থীতেই (Chaturthi 2025) দুর্গাবাহিনীর কাছে হার মানল মেঘাসুর। রোদ ঝলমলে দিনটায় যতই ভ্যাপসা গরম থাক না কেন, বেলা থেকেই রাস্তায় ঝাঁপিয়ে পড়ল দর্শনার্থীরা। শুক্রবার ছিল বেশিরভাগ অফিসেরই শেষ কাজের দিন। কারণ, আগামিকাল, চতুর্থ শনিবার। কারও পুরো ছুটি, কারও হাফ। তাছাড়া বাতাসে পুজোর (Durga 2025) গন্ধ ভাসছে। ফলে এদিনটাই কোনওমতে কাজ সেরে ঘরমুখো হতেই নাকালে পড়তে হয় অফিসযাত্রীদের। উত্তর থেকে দক্ষিণ বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় এবং শেষবেলার পুজোর বাজারের যানজটে ঘেমেঘামান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসে বাদুড়ঝোলা হয়ে।