দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কত কীই না ভাইরাল হয়। ফোনের স্ক্রিন স্ক্রল করতে করতে এমন কিছু জিনিস চোখে পড়ে, যাতে চোখ কপালে উঠতে বাধ্য। তেমনই একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
ইনস্টাগ্রামে অত্রেয়ী মিত্র নামে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, 'জলমগ্ন একটি উঠোনে একটি সাপ সাঁতার কাটছে এবং তার মুখে রয়েছে একটি মাছ (Snake Eat Fish)। ঘরের ভেতর থেকে তোলা এই ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা, "জাস্ট কলকাতা থিংস" (Just Kolkata things)। ভিডিওটি কলকাতার।
#REL