দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। তার মধ্যেই ফের ব্যাট-বল হাতে মাঠে নামতে চলেছেন হরমনপ্রীত কৌর–রা (Harmanpreet Kaur)। ডিসেম্বরের ২১ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগামী টি২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট দিয়েই।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সফর পিছিয়ে গেছে। ফলে ফাঁকা উইন্ডোই কাজে লাগাল বিসিসিআই (BCCI)। দ্রুত ঘোষণা করা হল পাঁচ ম্যাচের টি২০ সিরিজ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।