দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল মেডিক্যাল কলেজের (Kalyani Medical College) ২৮ জন পড়ুয়ার জন্য বড় স্বস্তি। গত বছর হস্টেলে (Hostel) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। অবশেষে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সেই অচলাবস্থা কাটল। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়ে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা হস্টেলে থাকতে পারবেন।
তবে এর পাশাপাশি বিচারপতির সতর্কবাণীও স্পষ্ট— “আপনারা ভবিষ্যতে চিকিৎসক হবেন। আপনাদের আচরণ ভাল হওয়া উচিত। কলেজের পরিবেশ যেন খারাপ না হয়।”
#REL
পটভূমি