দ্য ওযাল ব্যুরো: সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি তৈরি করল বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক। ‘দুবাই ড্রেস’ (Dubai Dress) নামে পরিচিত এই পোশাকটি ইতিমধ্যে গিনেস রেকর্ডে ( Guinness World Record) ঢুকে পড়েছে।
এই ড্রেস ২১ ক্যারেট বিশুদ্ধ সোনার তৈরি এবং ওজন ১০.০৮ কেজি। মূল্য প্রায় ১১ কোটি টাকা (10 kg gold, and valued at Rs 11 crore)। শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপো–তে প্রদর্শিত হওয়া এই পোশাক দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
#REL