দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে মর্মান্তিক ঘটনা। নদিয়ার (Nadia) শান্তিপুর থানার ফুলিয়া সবুজপল্লীর এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী বকাবকির অভিমানে আত্মঘাতী হল। সকালে আমবাগান থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভমিতা মল্লিক (১২)। ফুলিয়ার সবুজপল্লীতে মামার বাড়িতেই বড় হচ্ছিল সে। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে ছোট থেকেই মামা-মেসোর কাছেই থাকত। ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি নাচগানেও বেশ আগ্রহ ছিল।
#REL