দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দের (Durga Puja) আগে একের পর এক দুর্ঘটনা (Tragic accident) কেড়ে নিল চার প্রাণ। প্রতিমা আনতে গিয়ে চন্দননগরে (Chandannagar, 3 dead)) উল্টে গেল ম্যাটাডর, মৃত্যু হল তিন যুবকের। অন্যদিকে শহরের বুকে লরির ধাক্কায় প্রাণ হারাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ চন্দননগর উড়ালপুলে ঘটে প্রথম দুর্ঘটনা। পোলবার শঙ্করবাটী বারোয়ারি পুজো কমিটির প্রতিমা আনতে যাচ্ছিল একটি ম্যাটাডর। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে গাড়ি উল্টে যায়।