দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বাইরে বেরলেই চিতাবাঘের ভয় (Leopard attack), এই আতঙ্কে রীতিমতো কাঁটা হয়ে রয়েছেন পুণের (Pune) জুন্নর তালুকার বাসিন্দারা। সম্প্রতি চিতাবাঘের ভয়াবহ এক হামলার এক ঘটনা ঘটায় ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে।
মাত্র ছয় বছরের এক বাচ্চা, নাম সিদ্ধার্থ প্রভীণ কেদকার, প্রাণ হারিয়েছে এই মর্মান্তিক ঘটনায় (death in leopard attack)।