দ্য ওয়াল ব্যুরো: স্লো-মোশন শট, ঝকঝকে এডিটিং আর জমজমাট আবহ সঙ্গীত। সঙ্গে মার্ডার মিস্ট্রি। তার উপর আবার কপ-অ্যাকশন থ্রিলার। কথা হচ্ছে অভিরূপ ঘোষ পরিচালিত 'মৃগয়া' ছবির। ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এর দেশব্যাপী ট্রেন্ডিং তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
অর্থাৎ অ্যাকশন, সাসপেন্স আর টানটান উত্তেজনার মোড়কে নির্মিত নতুন ছবি 'মৃগয়া' বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছে।