দ্য ওয়াল ব্যুরো: বিমানের ল্যাভেটরিতে ধূমপান। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটক যাত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম ভব্য গৌতম জৈন। বয়স ২৫। দক্ষিণ মুম্বইয়ের নেপিয়েনসি রোড এলাকার বাসিন্দা।
শুক্রবার রাতে ফুকেত-মুম্বই বিমানের ল্যাভাটরি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করলে ভব্যকে আটক করে বিমানবন্দর পুলিশ।
#REL