দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) পর্যটন মহলে ফের খুশির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে (Garumara-Jaldapara) হাতি সাফারির (Elephant Safari) অনলাইন বুকিং (Online booking) ফের চালু করছে বন দফতর।
ফলে উৎসবের মরশুম (Durga Puja) শুরু হওয়ার আগেই হাতির পিঠে চেপে বনভ্রমণের টিকিট নিশ্চিত করার সুযোগ মিলবে ঘরে বসেই।