দ্য ওয়াল ব্যুরো: চাঁদে যাচ্ছে মানুষের কোষ (Human cell)! নাসা (NASA) এবার এমন এক অভিনব গবেষণার (new research) সূচনা করতে চলেছে, যা ভবিষ্যতের মহাকাশ ভ্রমণে (space travel) স্বাস্থ্য সুরক্ষার রূপরেখা বদলে দিতে পারে। ‘অ্যাভাটার ইনভেস্টিগেশন' (Avatar Investigation) নামে এই প্রকল্পে আর্টেমিস-২ (Artemis II) অভিযানে থাকা নভোচারীদের দেহকোষ বসানো হয়েছে অতি সূক্ষ্ম অর্গান-অন-এ-চিপ ডিভাইসে (Organ on a chip device)। এই চিপগুলো থাকবে ওরিয়ন (Orion) মহাকাশযানে, যা প্রায় ১০ দিন ধরে চাঁদের কক্ষপথে ঘুরবে।
কী এই অর্গান-চিপ?