দ্য ওয়াল ব্যুরো: কাঁকসা ব্লকের প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম গোপালপুরের লায়েকবাড়ির পুজো। এবছর পা দিল ৫২৫ বছরে। সময়ের সঙ্গে অনেক কিছু পাল্টালেও লায়েকবাড়ির এই পুজোয় আজও মানা হয় প্রাচীন নিয়মকানুন। প্রতিমা থেকে দেবীর গয়না, সবেতেই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও ঐতিহ্য।
পরিবারের সদস্যদের দাবি, মুঘল সম্রাট সেলিম তথা জাহাঙ্গির একসময় এখানে পুজো পাঠাতেন। কারণ, কাঁকসার সিলামপুরেই ছিল তাঁর রাজ্যপাট। গোটা অঞ্চল তখন তাঁর পরগনার অধীনে ছিল।
#REL