দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। শনিবার বিকেলে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন প্রায় ১০০ জন।
এনিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন বিজয়। রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক জি ভেঙ্কটরামন জানিয়েছেন, বিজয়ের আগমন বিলম্বিত হওয়াতেই এই ভিড়ের নিয়ন্ত্রণ হারানো পরিস্থিতি তৈরি হয়। সমাবেশে ১০ হাজার মানুষ আসবেন বলে অনুমান ছিল, অথচ হাজির হন প্রায় ২৭ হাজার মানুষ। এই ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছিল ৫০০ পুলিশ কর্মী। কিন্তু তাতেও দুর্ঘটনা আটকানো যায়নি।
#REL