দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga puja) উদ্বোধনে যখন নামজাদা তারকাদের ভিড়, তখন ব্যতিক্রম ঘটাল জলপাইগুড়ির বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগার। এ বছরের ২৬তম বর্ষের দুর্গোৎসবের উদ্বোধন করলেন ৮০ বছরের এক ভ্যান রিক্সাচালক (Rickshaw Puller) বুলন কামতি। প্রদীপ জ্বালিয়ে তিনি শুভ সূচনা করতেই উপস্থিত জনতা হাততালিতে ফেটে পড়ে।