দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিয়ে নিয়ে এখনও কথা হয় বলিউডে। বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূকে সেই সময় নানা বহুমূল্য উপহারে ভরিয়ে দেওয়া হয়েছিল। তবে সব উপহারের মধ্যে যেটি সবচেয়ে বেশি নজর কেড়েছিল, তা হল ঐশ্বর্যার গলার মঙ্গলসূত্র।
শোনা যায়, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন তাঁদের প্রিয় পুত্রবধূ ঐশ্বর্যাকে যে হিরের মঙ্গলসূত্র উপহার দিয়েছিলেন, তার দাম সেই সময় ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। পারিবারিক সম্পর্ক তখন খুব ভাল থাকায় আদরের বৌমার জন্য এমন বহুমূল্য উপহার দেন বচ্চন পরিবার।