দ্য ওয়াল ব্যুরো: প্যান্ডেল হপিংয়ের সঙ্গে পুজোয় (DURGAPUJA 2025) খাওয়া-দাওয়া বাঙালির আলাদা আনন্দ। তবে ভিড় এড়িয়ে যারা বাড়িতে বসেই উৎসবের স্বাদ নিতে চান, তাঁদের জন্য সুখবর। শহরের অনেক জনপ্রিয় রেস্তরাঁ এবার পুজোর দিনগুলোতে রাত গভীর পর্যন্ত বিশেষ হোম ডেলিভারি (Online Food Service) চালু করছে।
সকালের চা থেকে গভীর রাতের কফি, সঙ্গে মোগলাই থেকে চাইনিজ়- সবকিছুই মিলবে এক ক্লিকে। এই পুজোয় রেস্তোরাঁগুলি এনেছে নানা অফার এবং থিম-ভিত্তিক সেট মেনু। ষষ্ঠী থেকে শুরু হচ্ছে থালি ও বুফে পরিষেবা, যা চলবে দশমী পর্যন্ত।
#REL