দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কৃষ্ণগঞ্জে এবছরের দুর্গাপুজোতে (DURGAPUJA 2025) নজর কেড়েছে অজয় স্মৃতি ক্লাবের থিম- 'বাদাম দুর্গা'। ৩০তম বছরে ক্লাবের উদ্যোক্তারা সৃজনশীলতায় বিশেষ ঝোঁক দেখিয়েছে। ছ'মাস আগে তাঁরা পরিকল্পনা করেন, এবছর দুর্গামূর্তিসহ পুরো প্যান্ডেল বানানো হবে বাদামের খোলার সাহায্যে। তারপর, ঠিক যেমন ভাবা তেমন কাজ।
উদ্যোক্তাদের মধ্যে মহিলারা মূল দায়িত্ব নিয়েছেন। এলাকা জুড়ে প্রচার চালানো হয়েছে, যাতে সবাই খাওয়া বাদামের খোলাগুলো (Peanuts Shell) ফেলে না দিয়ে জমিয়ে রাখেন। এরপর সেসব খোলা সংগ্রহ করে প্যান্ডেল ও প্রতিমা তৈরি করা হয়।