দ্য ওয়াল ব্যুরো: দেবীর বোধনের আগেই দুর্গাপুজোকে (DURGAPUJA 2025) কেন্দ্র করে শহরের রাস্তায় জনজোয়ার। মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শকদের ঢল, সন্ধ্যার দিকে কার্যত জনসমুদ্র দেখা যায়। ভিড় সামাল দিতে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে এক অভিনব পন্থা গ্রহণ করল তারা।
এবছর পুজোয় ভিড় (Durga Puja Crowd) নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি ব্যবহার করছে পুলিশ। লাঠির বদলে বেলুনের মতো জিনিস দিয়ে তৈরি বিশেষ লাঠি ব্যবহার করা হচ্ছে, যাতে কারও গায়ে লাগলেও আঘাত না পায়। পুলিশকর্মীরা জানিয়েছেন, এই পদ্ধতিতে দর্শকদের নিরাপদভাবে মণ্ডপে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে।