দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্য এবং মিষ্টি ব্যবহারের জন্য বলিউডে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন-এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বহুবার ভক্তদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করে সকলের মন জয় করেছেন। সম্প্রতি অভিনেত্রীর তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁর আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে যাওয়ার সময়কার। সেখানে দেখা যায়, ঐশ্বর্যা রাই বচ্চন মেয়ে আরাধ্যার সঙ্গে একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন। সেই সময়ই তাঁকে দেখে অঝোরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক মহিলা ভক্ত।