দ্য ওয়াল ব্যুরো: ব্যাপারটা নতুন নয়। গত বারের মতো এবারও অষ্টমীর সকালে পরিচিত মেজাজেই ধরা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। হাপুস নয়নে মমতার জয়ে ‘মায়ের আশীর্বাদ’ প্রার্থনা তৃণমূল সাংসদের (TMC MP)।
অষ্টমীর সকালে চেনা মেজাজে হাজির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সন্ধিপুজোয় মায়ের সামনে প্রার্থনা করতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন দাপুটে আইনজীবী তথা তৃণমূল নেতা (TMC)। জানালেন, দেবী দুর্গার কাছে শুধু সকলের মঙ্গলই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (DURGAPUJA 2025) জন্যও বিশেষ আশীর্বাদ চেয়েছেন তিনি।