দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় (Durga Puja) মেতেছে গোটা দেশ। বাংলার বাইরেও একাধিক প্রান্তে সাজেছে পুজো মণ্ডপ।
তারই মাঝে মহাষ্টমীর দিন (Mahashtami) মঙ্গলবার রাতে দিল্লির চিত্তরঞ্জন পার্কে (Delhi Chittaranjan Park) হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi, Prime Minister)। শুধু পুজো মণ্ডপ ঘুরেই দেখেননি, নিজে আরতিও করেন তিনি।
#REL