দ্য ওয়াল ব্যুরো: শারদ উৎসবের (Durga Puja) ঢল নেমেছে চারিদিকে। ঠাকুর দেখা, ভিড়, আলো, আড্ডা—সব কিছুর মাঝেই কাঁচরাপাড়ার সিপিএমের বইয়ের স্টলের (CPM's book stall, Kanchrapara) সামনে হঠাৎ জমল অন্যরকম ভিড়!
কারণ? এক তরুণীর প্রাণময় নৃত্য (Young girl's dance)। কবি সুকান্ত ভট্টাচার্যর রানার কবিতার সঙ্গে ছন্দে তাল মিলিয়ে তাঁর উচ্ছ্বাস দেখে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষজন। মুহূর্তে বুকস্টলের সামনে তৈরি হল ছোট্ট মঞ্চ, দর্শকসারিতে উৎসুক জনতা।