দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দের মাঝে সাধারণত রাজনৈতিক কর্মসূচি কিছুটা স্থগিত থাকে (political movement, festival)। এবার তা হয়তো হবে না। দ্বাদশীর দিন, শনিবার, কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বাম দলগুলি (Left Front)।
তারা গাজার ত্রাণবাহী নৌ বহর ‘ফ্লোটিলা’-কে ইজরায়েলের আটকে দেওয়া এবং সেখানে চলমান গণহত্যা বন্ধ করার দাবি জানাতে পথে নামতে চলেছে।
#REL
বাম নেতৃত্বের বক্তব্য, ত্রাণবাহী জাহাজে আক্রমণ করা মানে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটি কখনো মেনে নেওয়া যাবে না। তাই সাধারণ মানুষকেও পথে নামার আহ্বান জানানো হয়েছে।