শুভদীপ বন্দ্যোপাধ্যায়
টলিউডের মিষ্টি অভিনেত্রী বুলবুলি চৌবে পাঁজা (Bulbuli Chaubay Panja)। পুজোর (Pujo) কটা দিন বুলবুলি কাটান তাঁর গ্রামের শ্বশুরবাড়িতে। বর্ধমানের পলাশী গ্রামে হয় এই দুর্গা পুজো। পলাশী থেকেই দ্য ওয়ালে পুজোর গল্প করলেন বুলবুলি। শহরের পুজোর ভিড় এড়িয়ে ঘুরে আসা যাক গ্রামের নিষ্ঠভরা শান্ত পুজোতে।