দ্য ওয়াল ব্যুরো: ‘মা আসছে’ আবেগের পরশ গায়ে মাখতে মাখতেই কখন যেন দশমীর ক্ষণ চুপিচুপি এসে উপস্থিত। মা এবারের মতো মর্ত্য ছেড়ে পাড়ি দিচ্ছেন কৈলাশের পথে। নিয়ম মেনে বাবুঘাটে শুরু হয়ে গেল মৃণ্ময়ী মায়ের বিদায়ের আচার পালন।
আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। বেলা বাড়তে না বাড়তেই নামল বৃষ্টি। মাকে এভাবেই বিদায় জানাচ্ছে মর্ত্য।
#REL
বৃষ্টি নামার আগের ক্ষণ থেকেই বাবুঘাট সেজে উঠল দশমীর চেনা ছন্দে। ঘাটে লোকের ভিড়। প্রথা মেনে মায়ের মূর্তি নিয়ে গঙ্গার দিকে এগিয়ে চলেছেন মানুষ। শুরু হয়ে গেল বিদায়ের পালা।