দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে যখন নবরাত্রি আর দুর্গাপুজোর উৎসব চলছে, ঠিক তখনই বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে নিয়ে একটি খুশির খবর শোনা গেল। অভিনেত্রী নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন! গত দু'বছর আগে 'ব্লাইন্ড' ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে, আর এখন তিনি তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খবরের শিরোনামে।
পিঙ্কভিলা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে সোনম বর্তমানে তাঁর গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। এই সুখবর দুই পরিবারেই প্রচুর আনন্দ নিয়ে এসেছে।