দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা (India China direct flights)। গালওয়ান সংঘর্ষের পর টালমাটাল পরিস্থিতি কাটিয়ে উঠে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক (India China relations normalization) হওয়ার পথে এগোনোর সঙ্গেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের ঘোষণার পর বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) জানায়, তারা আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংজু রুটে (IndiGo Kolkata Guangzhou) দৈনিক সরাসরি ফ্লাইট চালু করবে।