দ্য ওয়াল ব্যুরো: দশমীর বিসর্জন শোভাযাত্রায় এবার ভিলেজ পুলিশের দৌরাত্ম্য দেখল বীরভূম মাড়গ্রাম। যুবকের মুখে জ্বলন্ত বাজি ভরে দিল এক ভিলেজ পুলিশ।
আহত যুবকের নাম হেমন্ত বাগদি। অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে আটক করা হয়েছে, অন্যদিকে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে।
#REL
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সজল মাজি। বীরভূমের মাড়গ্রামের চাঁদপাড়া এলাকায় বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন ভিড় ছিল অনেক। সেই সময় সজল একটা বাজিতে আগুন ধরিয়ে হেমন্তর মুখে ভরে দেয়। সেই ঘটনার পর গোলমালে বিসর্জনের বাকি কার্যক্রম বন্ধ হয়ে যায়।