দ্য ওয়াল ব্যুরো: প্রধানত ওপেনে, অংশত মিডল অর্ডারে ভারতীয় ক্রিকেটে ঝড়ো ইনিংস মানেই রোহিত শর্মা! দায়িত্ব নিয়ে ম্যাচের সুর বেঁধেছেন। প্রথম দশ ওভারেই প্রতিপক্ষের বোলিং ভেঙে চুরমার, ভারত পেয়েছে লড়াই জেতার পুঁজি।
সময়ের নিয়মেই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। জায়গা পূরণে ভারতীয় ক্রিকেট খুঁজছিল নতুন মুখ—যিনি ব্যাট হাতে ইনিংসের রাশ ধরবেন, সুর-তাল-ছন্দ বেঁধে দেবেন, আত্মবিশ্বাস জোগাবেন। প্রতিটি শর্ত মেনে, ধারাবাহিক পারফর্ম করে ঠিক সেই জায়গাটাই নিজের করে নিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)।